Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

       ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য তিতাস নদীর পূর্বাঞ্চলের দশটি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা ০৩রা আগস্ট ২০১০ সালে যাত্রা শুরু করেছে। যার নামকরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওড়, সমতল ও টিলা- এই তিন ধরনের ভূমিরূপেরই দেখা মেলে এই উপজেলায়। মূলত: কৃষি শিল্পের উপর নির্ভরশীল এই উপজেলার অর্থনীতি, বিশেষ করে লিচু, মাল্টা, পেয়ারা, কাঁঠাল প্রচুর ফলন হয় এখানে। যাত্রার প্রারম্ভ হতে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উৎপাদন, স্থানীয় সরকার ব্যবস্থা, যোগাযোগ ও আইন-শুঙ্খলাসহ প্রতিটি ক্ষেত্রেই  বিজয়নগর উপজেলায় প্রভূত উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে। সুখী, সমৃদ্ধ, উন্নত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে স্বচ্ছ, গতিশীল উদ্ভাবনী  জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন অবিরত কাজ করে যাচ্ছে। উপজেলা পোর্টাল মূলত সেই অগ্রযাত্রারই একটি অংশ। এটিকে তথ্য সমৃদ্ধ ও নির্ভুল করতে সকলের সুচিন্তিত মতামত একান্ত কাম্য।

 

সৈয়দ মাহবুবুল হক

উপজেলা নির্বাহী অফিসার

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

unobijoynagar@mopa.gov.bd

unobijoynagar2010@gmail.com

মোবাইল : 01705-411235