কোনো প্রাণীকে অত্যাচার করা কোনোভাবেই সমর্থন করার মতো নয়.........
বিস্তারিত
কোনো প্রাণীকে অত্যাচার করা কোনোভাবেই সমর্থন করার মতো নয়। নিষিদ্ধ টোপ ব্যবহার করে প্রাণী শিকার করা তো আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধের জন্য আজকে একজনকে আটক করা হয়। তিনি আটটি বক শিকার করে বিক্রি করার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন মর্মে জবানবন্দী দেন। ২ দিন ধরে অভুক্ত থাকায় পুলিশ কর্তৃক আটক হবার পূর্বেই ১ টি বক মারা যায়। বাকিগুলোর অবস্থা এতো দুর্বল ছিল যে উন্মুক্ত করার পরেও কয়েকটি উড়তে পারছিল না। সেগুলো যত্ন নিয়ে সেবা প্রদান করে প্রকৃতিতে উন্মুক্ত করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে তার ঘৃণিত অপরাধের জন্য সাজা দেয়া হয়েছে।
এবার আরেক শ্রেণীর কথা বলি।
সুবিধাজনক অবস্থানে দোকান, হোটেল, রেস্তোরা করে নূন্যতম গুণাগুণ বজায় না রেখেই এক শ্রেণীর লোক মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। আশেপাশে খাওয়ার কোনো জায়গা না থাকায় অনেকটুকু বাধ্য হয়েই চড়া দামে এই সকল হোটেলের খাওয়ার অযোগ্য, পঁচা বাসি খাবার খেতে হয় আমাদের নিত্যদিনের চলার পথে। এরকমই একটি হোটেল সম্পর্কে দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণের অভিযোগ থাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। খোলা জায়গায় খাবার রাখা, পণ্যের কোনো নির্ধারিত মূল্য তালিকা না রাখা, পঁচা বাসি খাবার দিনের পর দিন গরম করে খাওয়ানো সহ নানাবিধ অপরাধে হোটেল কর্তৃপক্ষকে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদন্ড আরোপ করা হয় এবং তা আদায় পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
এই দুই শ্রেণীর গোষ্ঠী থেকেই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আপনার এলাকা নিরাপদ রাখা আপনার পবিত্র দায়িত্ব। এরকম সুস্পষ্ট অভিযোগ থাকলে উপজেলা প্রশাসনকে জানান। আমাদের সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই তাদের ঘৃণিত এই কাজকে রুখে দিতে সক্ষম হবে।