Title
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসার ফ্রিজে বিস্ফোরণ
Details
আজ ০৭/০১/২০২২ খ্রি. তারিখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসার ফ্রিজে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট আগুনে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের বাসিন্দা জনাব মো: আজগর আলী (৫১) পিতা: মো: তৈয়ব আলী, সাং: নিদারাবাদ, ইউনিয়ন: হরষপুর, উপজেলা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এর বসত ভিটা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং পুলিশকে অবহিত করে আমি ঘটনাস্থলে পৌঁছাই। এর মাঝেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আলোচ্য মো: আজগর আলী পেশায় একজন মৎসজীবী। তিনি নিজেকে গৃহহীন ও ভূমিহীন দাবী করেন। তাকে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর দেয়ার ব্যাপারে খোঁজখবর করা হবে। আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মো: আজগর আলীকে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা, ২০ কেজি চাল, তেল, চিনি, লবণ, ডাল, সাবান ও অন্যান্য খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। রাত্রিযাপনের জন্য তার পরিবারকে ০৫ টি কম্বল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক স্যারের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।
তাকে সার্বক্ষণিক সহযোগিতা করার বিষয়ে উপজেলা প্রশাসন তার সাথেই থাকবে।